This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

চাটখিলে সাংবাদিকের উপর হামলা

শনিবার রাতে চাটখিল উপজেলার সাহাপুর এলাকায় একদল সন্ত্রাসী দৈনিক সংবাদ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি এমরান হোসেন পাটোওয়ারী ও তার বন্ধু মো: হাসান চৌধুরীকে বেদম মারধর ও গুরুতর জখম করে মোটর সাইকেল, ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক ও তার বন্ধুকে চাটখিল থানা পুলিশ ঠাকুর দিঘির পাড় ব্রিজের উত্তরে বাগান থেকে হাত, পা বাঁধা অবস্থায় উদ্ধার করে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সাংবাদিক এমরান হোসেন পাটোওয়ারী জানান, শনিবার রাত আনুমানিক ১১টা তিনি তার চাটখিল উপজেলাধীন রামনারায়নপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে রামগঞ্জ যাওয়ার পথে সাহাপুর মধ্যবাজারে পৌঁছলে চিহ্নিত ক্যাডার ও সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরপে ফেরাউনের নেতৃত্বে ৬-৭ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে সাহাপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে ঠাকুর দিঘির পাড় ব্রিজের উত্তরে এক নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে সাংবাদিক এমরান ও তার বন্ধু হাসান চৌধুরীর চোখ, মুখ, হাত, পা বেঁধে বেদম প্রহার করে পুরো শরীর জখম করে, তাদের মোটর সাইকেল, ১টি ক্যামেরা, ৩ সেট মোবাইল ও নগদ সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাহাপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার ও বাজার প্রহরী মো: আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে চাটখিল থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুর দিঘির পাড় ব্রিজের উত্তরে বাগান থেকে গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাটখিল সরকারী হাসপাতালে এনে ভর্তি করে।

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার করছে সরকার: রিজভী

সরকার এখন বিরোধী দলের আন্দোলন দমনে একে-৪৭ এর মতো মারণাস্ত্র ব্যবহার করছে অভিযোগ এনে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সত্যিকার অর্থে দেশ একটি পুলিশি রাষ্ট্র ও মহাকারাগারে পরিণত হয়েছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। তাদের বাড়ি ঘরে তল্লাশির নামে হয়রানি করছে।
শনিবার সকালে বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকার গণদাবি উপক্ষো করে একতরফা নির্বাচনের চক্রান্ত করছে। কিন্তু বিএনপি সেই নীল নকশার নির্বাচন হতে দেবে না।
বর্তমান মন্ত্রিসভাকে অসংবিধানিক দাবি করে যুগ্ন মহ্সাচিব বলেন, ‘এ সরকার তার সকল বৈধতা হারিয়েছে। যে নির্বাচনে সবদলের অংশ গ্রহণ থাকবে না সেই নির্বাচন দেশের জনগণ সকল শক্তি দিয়ে প্রতিহত করবে।
তিনি বলেন, নির্দলীয় সরকারের অধিনেই আগামী নির্বাচন হতে হবে। গোটা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রীর পাতানো নির্বাচন করতে পারবেন না।
রিজভী বলেন, সরকার হত্যার মতো জঘণ্য পন্থা অবলন্বন করে বিরোধী দলের আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দেশের আনাচ কানাচ থেকে রাজপথে ছড়িয়ে পড়েছে।
নিবার্চন কমিশনের তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন নিবার্চন কমিশন যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন থেকে সারাদেশ অচল করে দেয়া হবে। ভারপ্রাপ্ত মহাসচিবের এ আহ্বানের পর সারা দেশে আন্দোলন প্রস্তুতির ঢেউ লেগেছে বলে মন্তব্য করেন রিজভী।
অর্থমন্ত্রীর বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা তার অতীত সর্ম্পকে জানি। তিনি তো দলছুট, নীতি ছুট একজন মানুষ। তার পক্ষে দেশে বিরোধীদল বলে কিছু নেই এমন মন্তব্য আসতেই পারে।

পাবনায় চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে পাবনায় জেলা বিএনপির ডাকা শনিবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে টায়ারে আগুন জ্বালিয়ে, পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা।
সকাল ৬টায় সরকারি এডওয়ার্ড কলেজ গেট ও মাসুম বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। এছাড়া শহরের কয়েকটি এলাকায় পিকেটিং ও মিছিল করেছে তারা।
এদিকে হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। তবে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাসহ কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল।
জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রয়েছে বলে জানান জেলা বিএনপি নেতারা।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এ হরতাল ডাক দেয় জেলা বিএনপি। এর আগে একই দাবিতে ৯ ও ১৬ নভেম্বর পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করে বিএনপি।